রোজায় ইফতার করা সুন্নাত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার তাগিদ দিয়েছেন। আর এতে বান্দার প্রতি নাজিল হয় রহমত। এটি রোজাদারের জন্য বরকতময় ও গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা পেতে ইফতারের সময়ের ছোট্ট একটি দোয়া আছে। সেই দোয়াটি কী?
Advertisement
ইফতারের সময় আল্লাহ অনেককে ক্ষমা করেন। আর এ সময়টিতে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি। ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। ইফতারের মুহূর্তের ছোট্ট দোয়াটি হলো-
يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ
উচ্চারণ : 'ইয়া ওয়াসিআ’ল মাগফেরাতি ইগফিরলি।'
Advertisement
অর্থ : 'হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন।' (মুসলিম)
সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়া।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর ক্ষমা লাভ করে নৈকট্য অর্জন করতে ইফতার করার সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এএসএম
Advertisement