আইন-আদালত

নেত্রকোনার ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার শুনানির জন্য আগামী ২০ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই  আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুনি।রোববার আদালতে মোখলেসুর রহমান বাদল দুই মাসের জন্য সময় আবেদন করেন। পরে আবেদন শুনানি করে এই নির্দেশ দেন আদালত।   প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, এই মামলায় অনেক তথ্য উপাত্ত বেরিয়ে আসছে। আর তা তদন্তে অধিকতর সময় প্রয়োজন। তাই আদালতের কাছে দুই মাসের সময় প্রার্থনা করলে আদালত এই সময় দেন। এর আগে গত ১২ আগস্ট ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করার পর দুই জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত দু’জন হলেন- আহম্মদ আলী (৭২), আব্দুর রহমান (৬৮)। দুই আসামির মধ্যে আহম্মদ আলী আটক থাকা অবস্থায় মারা যান। মামলার অন্য ৫ আসামিরা হলেন, শেখ মো. আ. মজিদ ওরফে মজিদ মওলানা (৬৭), মো. আ. খালেক তালুকদার (৬৭), কবির খান (৭০), মো: নুরুদ্দিন ও ছালাম বেগ (৬৫)। অভিযুক্ত ছয় জনের বিরুদ্ধে পূর্বধলা বাড়হা গ্রামের আব্দুল খালেক, চিকিৎসক হেম চন্দ্র বাগচীসহ সাতজনকে অপহরণ, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১৩ সালে ট্রাইব্যুনালে প্রধান তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। এফএইচ/এসকেডি/পিআর

Advertisement