দেশজুড়ে

বগুড়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলায় এনজিও কর্মকর্তা মিজানুর রহমানকে (৩০) ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।রোববার বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মিজানুর রহমান সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) সিনিয়র মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, সকালের দিকে মিজানুর রহমান সংস্থার গাড়ীদহ কেন্দ্রে যান। সেখান থেকে সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে বিকেলে সাইকেলযোগে তিনি পৌর শহরের উলিপুরপাড়া সংস্থার কার্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। মুহূর্তের মধ্যে তারা নেমে মিজানুর রহমানকে ছুরিকাঘাত ও বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনতগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।লিমন বাসার/এআরএ/পিআর

Advertisement