খেলাধুলা

অপেক্ষা বাড়লো রনির

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে কিছু পরিবর্তনের আভাষ থাকলেও শেষ মুহূর্তে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা। তাই অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো হালের নতুন সেনসেশন আবু হায়দার রনির।প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। তবে ম্যাচ জয়ের চেয়ে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে এশিয়া ও বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে বের করায়। তাই পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচে গুঞ্জন শোনা গিয়েছিল অভিষেক হচ্ছে রনির।প্রথম ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্যাপ পড়েন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম। তাই এই ম্যাচেও কিছু চমকের অপেক্ষায় কিছু রয়েছে ক্রিকেটভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ।বাংলাদেশ ক্রিকেটে রনির আবিস্কার মূলত বিপিএল থেকে। স্বপ্নের ঘোরের বিপিএলে এত ভালো করে ফেলবেন, নিজেও হয়তো ভাবেননি। ফাইনালের আগ পর্যন্ত ছিলেন শীর্ষ উইকেটশিকারী। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে হয়েছেন দ্বিতীয় সেরা বোলার। তবে বাংলাদেশিদের মধ্যে রনিই ছিলেন শীর্ষ বোলার। এরপর সেই সাফল্যে জায়গা করে নেন বাংলাদেশ জাতীয় দলে। এখন প্রতীক্ষা সেরা একাদশে জায়গা করে নেবার।আরটি/এমআর/পিআর

Advertisement