রাজনীতি

‘আসল বিএনপি’কে ঠেকাতে নয়াপল্টনে সতর্ক ছাত্রদল

বিএনপি পুনর্গঠনের দাবিদার কামরুল হাসান নাসিমের অনুসারীদের প্রতিহত করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নাসিমের ‘আসল বিএনপি’র অনুসারীরা আজও (রোববার) নয়াপল্টনে আসতে পারে এমন গুঞ্জন শুনেই কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।রোববার বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরেজমিনে নয়াপল্টন কার্যালয়ের সামনে এমন চিত্রই দেখা গেছে। এদিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি পুনর্গঠনের মুখপাত্রের দাবিদার নাসিম।দুপুরে জাগো নিউজকে তিনি বলেন, রোববার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তার অনুসারীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ডান দিক দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হবে। সেখানে গিয়ে তারা ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন।এর আগে, গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে’- এমন আশঙ্কায় ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।এর ফলে নাসিমের অনুসারীরা পল্টন থানার সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নাসিমের অনুসারীদের সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।এমএম/এসএইচএস

Advertisement