আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। রোববার সকালের দিকে ওই হামলার ঘটনার ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ২০ জন। খবর আলজাজিরার।নানগারহার প্রদেশের মুখপাত্র আয়াতুল্লা খিয়োগানি জানান, নানগারহার কাউন্সিল পরিষদের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারির বাসভবনে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ২০ জন। ওবায়দুল্লাহ শিনওয়ারি জাতীয় এবং স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিক একটি অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এ সময় অতিথিদের জমায়েতের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটলে এ হতাহত হয়। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববারের হামলার জন্য তারা দায়ী নয় বলে জানিয়েছেন।এসআইএস/আরআইপি
Advertisement