আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কমছে আয় বাড়ছে খরচ, শ্রীলঙ্কার দৃশ্য প্রকট হচ্ছে নেপালে‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে’, কথাটা নেপালি রাজধানী কাঠমাণ্ডুর সবজিবিক্রেতা পম্পা খত্রির। তার এই কথার প্রতিধ্বনি যদিও বিশ্বের বহু জায়গাতেই এখন শোনা যায়, তবে নেপালের এই পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কার কয়েক মাস আগের অবস্থার বিশেষ মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে বেশিরভাগ নেপালির বড় দুশ্চিন্তা হচ্ছে, দু’বছর ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বাড়ছে এবং অদূর ভবিষ্যতে তা নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ১৫০দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ফিলিস্তিনিরা নামাজের জন্য মসজিদটিতে জড়ো হওয়ার সময় এ অভিযান চালানো হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় মুসল্লিরা নিজেদের রক্ষায় মসজিদের ভেতর ব্যারিকেড দিয়ে রাখেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম যুদ্ধজাহাজ হারালো রাশিয়াবিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষ্ণসাগরে তলিয়ে গেছে ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দেওয়া রুশ যুদ্ধজাহাজ মস্কভা। ফ্ল্যাগশিপ জাহাজটি হারানো রাশিয়ার নৌবহরের জন্য বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে। এটি পুতিন বাহিনীর আত্মসম্মানেও আঘাত করেছে বেশ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথমবার কোনো যুদ্ধজাহাজ হারালো রাশিয়া। রাশিয়া ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে বিশেষজ্ঞ অধ্যাপক ইভান মাওডসলির মতে, এর আগে শেষবার রাশিয়া কোনো যুদ্ধজাহাজ হারিয়েছিল ৮১ বছর আগে।
Advertisement
রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণকৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে এসব বিস্ফোরণ ঘটে। এর আগে একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন। তাদের দাবি, সোভিয়েত আমলের রুশ পতাকাবাহী মস্কভা জাহাজে আঘাত হানে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র। পরে জাহাজটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত তিন শতাধিকদক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে তিনশ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন। গত বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশটিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। সেখানে পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও।
পাকিস্তানে ক্ষমতার কোন্দল: মুখোমুখি ইমরান ও সেনাবাহিনীক্ষমতাচ্যুত ইমরান খানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বন্দ্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। অনাস্থা ভোটের সপ্তাহখানেক আগে এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান দাবি করেছিলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সেনাবাহিনী তাকে তিনটি বিকল্প দেখিয়েছে: প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ, অনাস্থা ভোট অথবা জাতীয় নির্বাচন। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা বলেছি, নির্বাচনই সেরা উপায়। আমি পদত্যাগের কথা চিন্তাও করতে পারি না। আর অনাস্থা ভোটের কথা আসলে আমি শেষপর্যন্ত লড়ে যাওয়ায় বিশ্বাসী। তবে ইমরান ও মাজারির এ বক্তব্যের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখারের কথা মেলে না।
ক্ষমতা ধরে রাখতে বিপজ্জনক খেলা খেলেছেন ইমরান: মরিয়ম নওয়াজসদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টুইটারে তিনি বলেন, আপনি (ইমরান) ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য বিপজ্জনক খেলা খেলেছেন। আজ মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। ষড়যন্ত্র তত্ত্বের জন্য ন্যাশনাল সিকিউটির কাউন্সিলের (এনএসসি) মতো গুরুতর ফোরাম ব্যবহার করা হয়েছিল বলেও ধারাবাহিক টুইট বার্তায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করেন মরিয়ম।
Advertisement
যে পথে শ্রীলঙ্কার অর্থনীতিগত কয়েক সপ্তাহ ধরে দেশটির অর্থনীতিতে যে দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে তা সমাধানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তীব্র জ্বালানি ও খাবার সংকটের মধ্যেই ডাক্তাররা সতর্ক করে জানিয়েছেন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় ওষুধ। ঋণের বোঝা মাথায় নিয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে দেশটি। শ্রীলঙ্কার অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সংকটও তৈরি করেছে। সম্প্রতি সরকারের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে। সমালোচকরা মনে করেন, সরকারের দীর্ঘদিনে অব্যবস্থাপনার কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে।
যুদ্ধের মধ্যে বিয়ের পিঁড়িতে রুশ প্রেমিক ইউক্রেনীয় প্রেমিকাভালোবাসা মানে না কোনো বাধা, এমনকি যুদ্ধও তার সামনে প্রতিবন্ধকতা হতে পারে না- এ কথাই যেন আবার প্রমাণ করলেন এক রুশ প্রেমিক ও ইউক্রেনীয় প্রেমিকা। দুই দেশের মধ্যে যুদ্ধ চলাকালেই বিয়ের পিঁড়িতে বসলেন এ যুগল, তা-ও আবার স্বদেশ থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর মেক্সিকো গিয়ে। আলোচিত এই বিয়ের পাত্র রুশ নাগরিক সেমেন বোবরোভস্কি ও পাত্রী ইউক্রেনীয় নাগরিক দারিয়া সাখনিউক। গত বুধবার (১৩ এপ্রিল) মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের তিজুয়ানা শহরে সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেছেন তারা।
কেএএ/এমএস