সিরাজগঞ্জে বাংলা নববর্ষে চড়ক পূজায় মেলা বসেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন জায়গায় এ মেলা বসে।
Advertisement
সরেজমিন জেলার কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বিশেষ চড়কগাছে অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। পূজাকে ঘিরে বিদ্যালয়ে পাশেই বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে রেখেছেন। এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। একদিকে পহেলা বৈশাখ অন্যদিকে চড়ক পূজা ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের ষাটোর্ধ্ব শাহজাহান আলী বলেন, ছোটবেলা থেকেই এ মেলায় আসি। এবারও নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে মেলায় এসেছি। খুব আনন্দ লাগছে।
কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাস জানান, পহেলা বৈশাখে প্রতি বছর চড়ক পূজা হয়ে থাকে। এ সময় আত্মীয়-স্বজনদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয় প্রত্যেক বাড়ি। পূজা ও মেলা ঘিরে ব্যাপক জনসমাগম হয়।
Advertisement
এসআর/জেআইএম