স্বাস্থ্য

আজও মৃত্যু নেই, শনাক্ত ৩৫

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। এর আগের ২৪ ঘণ্টায়ও মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ।

Advertisement

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৩১ জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ছয় হাজার ৬৯৬টি নমুনা সংগ্রহ ও ছয় হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ ১২ হাজার ৩৬৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে বুধবার পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মৃত ২৯ হাজার ১২৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন। শনাক্তের বিপরীতে মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২০৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।

এমইউ/কেএসআর/জেআইএম

Advertisement