খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেও জয় চায় বাংলাদেশ

চার ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। জয় পেলেও তা তুলে নিতে বেশ কাঠ খর পোড়াতে হয়েছে বাংলাদেশকে। তাই এবার লক্ষ্য আরও সহজ জয়। অপরদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে ঘুরে দাঁড়ানো। এই লক্ষ্য নিয়ে রোববার বিকাল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই দল।আগে জয়ের চেয়ে এই ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ ছিল এশিয়া ও বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে বের করা। এই লক্ষ্যে প্রথম ম্যাচে সম্পূর্ণ সফল হয়নি টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে সে ঘাটতি পুষিয়ে নিতে চায় তারা। আগের দিন অভিষেক হয়েছিল দুই তরুণ কাজী নুরুল হাসান এবং শুভাগত হোমের। বোলিং অলরাউন্ডার হিসাবে শুভাগত হোমকে দলে অন্তর্ভুক্ত করলেও বোলিং করা হয়নি তার। ব্যাটিং করেছিলেন অনেক উপরের দিকে। তবে এদিন বল হাতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। তবে তার পরিবর্তে টপ অর্ডারে ঝালাই করার জন্য হয়তো অন্তর্ভুক্ত হতে পারেন ইমরুল কায়েসকে। আর পরীক্ষিত স্পিন শক্তি বাঁড়াতে চাইলে একাদশে আসতে পারেন আরাফাত সানিও।ক্যারিয়ারের ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচের পর প্রথমবারের মত সে ম্যাচ কিপিং করেননি মুশফিক। তার পরিবর্তে অভিষিক্ত সোহান বেশ ভালো করেছিলেন। তাই গ্লাভস এদিনও থাকতে পারে সহানের হাতেই। যদিও শনিবার অনুশীলনে অধিকাংশ সময় গ্লাভস হাতেই করেছেন মুশফিক।এদিন শেষ মুহূর্তে অভিষেক হতেও পারে আরেক তরুণ তুর্কি আবু হায়দার রনির। আগের ম্যাচে আল-আমিন দারুণ বল করেছেন। তবে পারফরমেন্সের বিচারে নয়, পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যেই তাকে দল থেকে বাদ দেয়া হতে পারে।তবে দলে রথ বদল হলেও টাইগারদের মূল লক্ষ্য থাকবে জয়। এই প্রসঙ্গে শনিবার অনুশীলনের ফাঁকে সাব্বির বলেন, ‘বছরের প্রথম ম্যাচটি জিততে পেরে শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই চারটি ম্যাচই জিতার জন্যে। সবগুলো ম্যাচই আমরা জিততে চাই।’অপরদিকে আফগানিস্তানের কাছে নাকাল হয়ে বাংলাদেশে এসেও প্রথম ম্যাচ হেরে কিছুটা কোণঠাসা জিম্বাবুয়ে শিবির। তবে এল্টন চিগুম্বুরার অন্তর্ভুক্তিতে দলে শক্তি বেশ বেড়েছে। আগের দিন ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেও হেরেও ম্যাচসেরা হয়েছেন এই তারকা। এদিন তাদের লক্ষ্য থাকবে আরও ভালো কিছু করার। এ প্রসঙ্গে দলের ব্যাটিং পরামর্শদাতা মারভান আত্তাপাত্তু বলেন, ‘আগের দিন আমরা স্মার্ট ব্যাটিং করতে পারিনি। তো আমরা এটা শুধরে নেয়ার চেষ্টা করব। এবং পরের ম্যাচে আরো ভালো করার চেষ্টা করব।’তবে সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও শক্তির বিচারে এগিয়ে আছে বাংলাদেশ। তবে দেখার বিষয় কতটা বড় ব্যবধানে জিততে পারে টাইগাররা। উল্লেখ্য, গত নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।আরটি/এমআর/এমএস

Advertisement