দেশজুড়ে

বৈসাবিতে বিদ্যানন্দের ১০ টাকার বাজার

মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার পার্বত্য খাগড়াছড়িতে সাংগ্রাই-বৈসু-বিঝুতে অসহায় ক্রেতাদের জন্য ১০ টাকার বাজার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবিতে সাড়া ফেলেছে তাদের এ ১০ টাকার বাজার।

Advertisement

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালের দিকে খাগড়াছড়ি জেলা শহরের জিরোমাইল এলাকায় রাজবাড়ীতে ব্যাতিক্রমী এ বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ির মং সার্কেল চিফ রাজা সাচিংপ্রু চৌধুরী।

এ সময় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক ডা. শিশির কুমার ঘোষ ও ডা. আতিকুল ইসলামসহ রাজ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক টাকায় দুই কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, এক টাকায় এক কেজি চিনি, এক টাকায় দুই কেজি লবণ, এক টাকায় ছয় পিস বিস্কুট ছাড়াও থামি, লুঙ্গি, ছাতা, খাতা-কলম, স্যান্ডেল ও ফ্রক-শার্টসহ ১৩টি নিত্যপণ্য নিয়ে ব্যাতিক্রমী এ বাজার বসিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

Advertisement

খাগাড়ছড়ি জেলা সদর ছাড়াও মহালছড়ি ও মানিকছড়ির প্রত্যন্ত এলাকা থেকে পাহাড়িদের এসে কেনাকাটা করতে দেখা গেছে। প্রায় তিন শতাধিক নিম্ন আয়ের মানুষ ১০ টাকার বিনিময়েয় নিজেদের পছন্দের পণ্য কেনাকাটা করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেন বলেন, আমরা পাহাড় থেকে সমতল সবখানে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসবে সম্পৃক্ত হতে পারাটা বিদ্যানন্দ ফাউন্ডেশনের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতেও যেকোনো উৎসবে সাধারণ মানুষের সঙ্গে থাকার প্রতাশার কথাও জানান তিনি।

এছাড়াও গত সাতদিন ধরে গুইমারার সিন্দুকছড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করার কথা জানিয়ে তিনি বলেন, এতে এক হাজার দুইশ জনকে চিকিৎসা সেবা ও ওষুধসহ খাবার দেওয়া হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

Advertisement