দেশজুড়ে

বেনাপোলে ৩১৮ পিস ছাগলের চামড়া উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ৩১৮ পিস ছাগলের চামড়া উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।শনিবার সকালে দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গাতিপাড়া গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে এ ছাগলের চামড়া উদ্ধার করে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার সামসুল হক জানান, গোপন সংবাদ আসে বেনাপোলের দৌলতপুর গ্রামের তেরঘর পোস্টের পাশ দিয়ে ছাগলের চামড়ার একটি চালান ভারতে পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় বিজিবি। পাচারকারীরা ৬টি বস্তা নিয়ে নৌকায় ওঠার সময় ধাওয়া দিলে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে এনে তল্লাশি করে তার মধ্য থেকে ৩১৮ পিস ছাগলের চামড়া পাওয়া যায়।উদ্ধারকৃত চামড়ার বাজার মূল্য তিন লাখ টাকা। চামড়াগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে জানান তিনি।মো. জামাল হোসেন/বিএ

Advertisement