দেশজুড়ে

ক্ষেতে পানি সেচের সময় বাংলাদেশি কৃষককে নিয়ে গেলো বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। মামুন উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরোক্ষেতে সেচের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

নীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিষিয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘তাকে উদ্ধারে চেষ্টা চলছে।’

Advertisement

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, শুনেছি মামুন তার জমিতে বোরোক্ষেতে পানি সেচ করছিল। এ সময় টহলরত কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে যায়। তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে পতাকা বৈঠক শুরু হয়।

আব্বাস আলী/এসজে/জিকেএস