খেলাধুলা

ডেভিস কাপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

দীর্ঘ ক্যারিয়ারে টেনিসের সবধরনের প্রতিযোগিতায় শিরোপা জিতলেও আক্ষেপ ছিল রজার ফেদেরারের। কারণ সাফল্যের শোকজে সব থাকলেও ছিল না ডেভিস কাপের ট্রফি। শেষ অবধি আক্ষেপ ঘুচেছে সাবেক নাম্বার ওয়ানের। তার নেতৃত্বে প্রথমবারের মতো ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছে সুইজারল্যান্ড।ফ্রান্সের বিপক্ষে ডেভিস কাপের ফাইনালের আগে শঙ্কা ছিল ফেদেরারের খেলা নিয়ে।কিছু দিন আগেই ইনজুরির জন্য এটিপির ট্যুর ফাইনাল থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিরেন। কিন্তু শঙ্কার মেঘ দূরে ঠেলে শেষ অবধি কোর্টে নামেছেন তিনি। আর তার নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে ডেভিস কাপের শিরোপা প্রথমবারের মতো নিজের করে নিয়েছে সুইসজারল্যান্ডও।সুইজারল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সতীর্থ স্ট্যান ওয়ারিঙ্কার দারুণ প্রশংসা করেছেন ফেদেরার। বলেছেন, ‘অসাধারণ খেলেছে ওয়ারিঙ্কা। তাই ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছি আমরা।’উল্লেখ্য, লম্বা ক্যারিয়ারে ফেদেরার ১৭টি গ্ল্যান্ড, ৬টি এপিটির ট্রফি, ২৩টি মাস্টার্স ও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। বাকি ছিল ডেভিস কাপ। সর্বশেষ ফ্রান্সকে হারিয়ে দেশের হয়ে ওই শিরোপাও জিতলেন সুইস তারকা।

Advertisement