দেশজুড়ে

বাঁধের কাজের অনিয়ম খুঁজতে হাওরে মন্ত্রণালয়ের তদন্ত দল

পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ায় হাওরের বাঁধের কাজের অনিয়ম তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫ সদস্য বিশিষ্ট্য তদন্ত দল সুনামগঞ্জের হাওর পরিদর্শন করছেন।

Advertisement

মঙ্গলবার (১২ এপ্রিল) এই তদন্ত দল সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এই তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহববুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আওয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

Advertisement

এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসকও সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম