আন্তর্জাতিক

ক্ষমতা পেয়েই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেন শাহবাজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে রাখা প্রথম ভাষণে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। গত ১ এপ্রিল থেকেই এই বেতন স্কেল কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। খবর জিও নিউজের।

Advertisement

এর আগে ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে থেকে ওয়াক আউট করার পর ১৭৪ সদস্যের ভোটে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার পর ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানকে উন্নতি করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

ইমরান প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি বলেন, শুধু কথাতেই যদি দেশ এগোতো, তাহলে পিটিআই আমলেই আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশের সারিতে থাকতাম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের আগের সরকারের প্রভাব ধুয়ে ফেলতে হবে। নাহলে আমরা ব্যর্থ হবো… আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।

Advertisement

শাহবাজ জানান, তার সরকার পাকিস্তানকে একটি ‘বিনিয়োগ স্বর্গ’ হিসেবে গড়ে তুলতে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে দেশটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

কেএএ/এএসএম