আন্তর্জাতিক

নির্বাচন বয়কট ইমরানের দলের, প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ

নির্বাচন বয়কট ইমরানের দলের, প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য শুরু হয়েছে সংসদ অধিবেশন। তবে নির্বাচন বয়কট করতে সংসদ থেকে ওয়াক আউট করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। ফলে বিরোধী নেতা শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হতে আর কোনো বাধা নেই বলে মনে করা হচ্ছে । ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল)। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই ক্ষমতা ছাড়তে হয় প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয় মেয়াদ পূর্ণ করার আগেই।

Advertisement

এমএসএম/জেআইএম