দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোডে মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল মাদ্রাসা ছাত্র অতর্কিতভাবে জেলা পরিষদ মার্কেটে হামলা চালায়। হামলাকারীরা কয়েকজন ব্যবসায়ীকে প্রচণ্ড মারধর করেন। এসময় তারা বিজয় টেলিকমে হামলা চালিয়ে দোকানের মালিক রনি আহমেদকে বেধরক পেটান এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করেন। এছাড়া দোকানে রক্ষিত অন্তত সাড়ে ৫ লাখ টাকার মোবাইল সামগ্রী লুটে নিয়ে যান।সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা ওই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে মার্কেটের ব্যবসায়ীদের জানমালের রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ মার্কেট কমিটির সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক এমএ শাহেদ, সহ-সভাপতি আতাউর রহমান শাহীন। এসময় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোডে ত্রিমুখি সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে হাফেজ মাসুদুর রহমান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর

Advertisement