জোকস

নাসির উদ্দিন হোজ্জার মজার ঘটনা: মূল্য পরিশোধ

নাসির উদ্দিন হোজ্জাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। কেউ তাকে চেনেন মোল্লা নাসির উদ্দিন হিসেবে, কেউ হোজ্জা নাসির উদ্দিন। তার মজার মজার কাণ্ড কৌতুক জগতে এক মূল্যবান সম্পদ।

Advertisement

একদিন মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা বাজারে গেছেন। নিজের জন্য একটি জোব্বা কিনবেন। তাই একটি দোকানে ঢুকলেন। পছন্দ করার পর দোকানী জোব্বাটা প্যাক করে দিলেন।

মোল্লা জোব্বা নিয়ে চলেই আসছিলেন। তখন ভাবলেন জোব্বা না নিয়ে বরং একটি আলখাল্লা নিয়ে যাই। আবার ঢুকলেন দোকানে।

দোকানীকে বললেন, আপনি বরং আমাকে একটি আলখাল্লা দিন। দোকানী আলখাল্লা দেওয়ার পর মোল্লা নাসিরউদ্দিন তা নিয়ে বের হয়ে আসার সময় দোকানী ডেকে বললেন, হোজ্জা সাহেব আপনিতো আলখাল্লার মূল্য পরিশোধ করেননি।

Advertisement

তখন মোল্লা উত্তর দিল আমি তো আলখাল্লার পরিবর্তে জোব্বাটা রেখে গেলাম। দোকানী বললেন, আপনিতো জোব্বার জন্যও মূল্য পরিশোধ করেননি। প্রতি উত্তরে মোল্লা বললেন, যেটা আমি নেইনি তার জন্য মূল্য পরিশোধ করব কেন।

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এমএস

Advertisement