লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে পৃথক ঘটনায় মিলন হোসেন (২৭) ও আব্দুস সালাম (৩৪) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে সীমান্তে গরু আনতে গিয়ে বুড়িমারী স্থলবন্দরের ভারতীয় চ্যাংরাবান্দা সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।আটকরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারবাড়ী এলাকার সফিয়ার রহমানের ছেলে মিলন হোসেন ও একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম।বিজিবি ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকার কারণে কোচবিহার-৬১ বিএসএফ সদস্যরা মিলন হোসেনকে আটক করে। অপরদিকে, শনিবার ভোরে ওই সীমান্তের আন্তর্জাতিক ৮৪৩/৪৪ নম্বর সীমানা পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু আনতে গেলে আব্দুস সালামকে আটক করে বিএসএফ সদস্যরা। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে জানান, মিলন হোসেনের পাসপোর্ট থাকায় তাকে ছেড়ে দেয়ার ব্যাপারে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে। পাশাপাশি বাংলাদেশি আব্দুস সালামের খোঁজ খবর নেয়া হচ্ছে।রবিউল হাসান/এআরএ/পিআর
Advertisement