জাতীয়

এসআই আকাশকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্রকে(৪০) মারধরের ঘটনায় এবার অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকাশকে সকল ধরনের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সকালে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ তাকে জানানো হয়। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর ওয়ারী জোনের এডিসি মাঈনুল হক এবং সহকারী কমিশনার কামরুল ইসলামমের সমন্বয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সে হিসেবে আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। তবে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।  উল্লেখ্য, শুক্রবার সকালে যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় বিকাশ চন্দ্র দাসকে বেধড়ক পিটুনি দেয় পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।   জেইউ/এসএইচএস/এএইচ/পিআর

Advertisement