ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে মারামারি : আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটে। আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি ও এসএম সাজ্জাদ হোসাইন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা একে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে। বনি এখন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছেন।এই ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় যুবলীগ কর্মীরা। পরে তারা অবরোধ তুলে নেয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার ৩টার দিকে শের-ই-বাংলা হলের সামনে ছাত্রলীগ কর্মী সাজ্জাদের সঙ্গে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান, মেহেদি হাসান (বহিস্কৃত), যুগ্ম-সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মাহবুবুর রহমান পলাশসহ  রাবি ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে সাজ্জাদকে মারধর শুরু করে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। এ সময় বাধা দিতে গেলে সাজ্জাদের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী সাকিবুল হাসান বাকীকেও মারধর করেন তারা।সাজ্জাদ ও বাকী সেখান থেকে চলে গেলে হলের সামনে থাকা বাকী ও সাজ্জাদ গ্রুপের কর্মী বনিকেও মারধর শুরু করে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান। এ সময় বনি তাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। এ সময় মেহেদি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে বনিকে মারধর করে। রডের আঘাতে পায়ে গুরুতর জখম হন বনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মাহবুবর রহমান পলাশ জাগো নিউজকে বলেন, আমি ঘটনাস্থালে ছিলাম। আমি তাদের ঠেকানোর চেষ্টা করেছিলাম।যোগাযোগ করা হলে ছাত্রলীগ কর্মী বাকী বলেন, ‘আমরা হলের সামনে অবস্থান করছিলাম। এ সময় কোনো কারণ ছাড়াই আমাদের মারধর করা হয়।’ছাত্রলীগ সভাপতি এম. মিজানুর রহমান রানা বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মীমাংসার ব্যবস্থা করা হচ্ছে।মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘বিকেল ৪টার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে যাওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বনি নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। পরে তাকে রামেক হাসপতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়।’রাশেদ রিন্টু/এসএস/পিআর

Advertisement