খেলাধুলা

আক্ষেপ নেই সাব্বিরের

জিম্বাবুয়ের বিপক্ষে তিন নাম্বারে নেমে দারুণ ব্যাটিং করে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন সাব্বির রহমান। তবে সে ম্যাচে মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত হাতছাড়া হয় তার। এই জন্য সামান্য আক্ষেপও নেই এই টাইগারের। বরং দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি এই মারকুটে ব্যাটসম্যান। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে সাব্বির বলেন, ‘কোনো আক্ষেপ নেই আমার। হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করব। সব সময়ই চাই দল জিতুক। আমার লক্ষ্য আমি যেন দলের জন্যে ভালো একটা অবদান করতে পারি।’বিপিএলের প্রথম দিকে ব্যর্থ হওয়ার পর তিন নাম্বারে নেমে দারুণ সফল হয়েছিলেন সাব্বির। সে ধারাবাহিকতায় শুক্রবার তিন নাম্বারে ব্যাটিং করেন তিনি। আর এবারও সফল তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘এর আগেও আমি টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করে সফলতা পেয়েছি। আমি চেষ্টা করছি তিনে ব্যাটিং করার জন্যে। পেস বোলিং ফেস করার জন্যে। মাঝের স্পিন বল খেললে তখন ফ্রি খাকব। এরকম পরিকল্পনা নিয়েই আমি তিনে খেলি।’ আরটি/এএইচ/পিআর

Advertisement