জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়েই বছর শুরু করেছে বাংলাদেশ। চার ম্যাচের এ সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকি। আর দুটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। তবে দুটি নয় বাকি সব ম্যাচই জিততে চান বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে নিজদের পরিকল্পনার কথা জানিয়ে সাব্বির রহমান বলেন, ‘সব সময় আমাদের একটাই পরিকল্পনা, জয়। বছরের প্রথম ম্যাচটি জিততে পারায় শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই চারটি ম্যাচই জেতার জন্যে।’সিরিজ শুরু আগেই জানা গিয়েছিল এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে বাংলাদেশ। পরের ম্যাচে কিভাবে খেলবেন এমন প্রসঙ্গে সাব্বির বলেন, ‘প্রথমে যারা ব্যাটিং করি তারা বল টু বল খেলি। প্রথম ছয় ওভার যেন ব্যবহার করতে পারি সেটাই কাজ আমাদের। ম্যাচের উপর নির্ভর করে আমরা প্রথমে ব্যাটিং করি নাহয় শেষে ব্যাটিং করি।’ নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে পরের ম্যাচ খেলতে চান বলে জানান সাব্বির। এ জন্য দল থেকে চাপ আসলে নিজেদের মধ্যে নেই বলেও উল্লেখ করেন তিনি। যেভাবে খেলছেন পরের ম্যাচেও সেভাবেই খেলতে চান এই ব্যাটসম্যান। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলার জন্যে জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি।আরটি/এসকেডি/পিআর
Advertisement