বিনোদন

পরিচালকদের বনভোজনে তারকার মেলা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার, ১৫ জানুয়ারি। ঢাকার অদূরে নরসিংদীর ভূলতার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে এটি অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালকদের আনন্দের এই দিনটি ভাগাভাগি করে নিতে হাজির হয়েছিলেন নানা প্রজন্মে রূপালী পর্দার একঝাঁক তারকারা। আনন্দের এই দিনে সামিল হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক ও কলাকুশলীরাও।এ অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, নূতন, ওমর সানি, আহমেদ শরীফ, মাহি, বাপ্পি, সাইমন, শাহনূর, আলিশা প্রধান, পরীমনি, নিরব, ইমন, মাশরুর পারভেজ, আইরিন, মিষ্টি জান্নাত, নিঝুম রুবিনাসহ আরো অনেকেই। পরিচালকদের মধ্যে অংশ নিয়েছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, দেলওয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, এস এ হক অলিক, সাইফ চন্দন, দেবাশীষ বিশ্বাস, মোস্তফা কামাল রাজ, সৈকত নাসির, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে।পরিচালকদের নিমন্ত্রণে এই বনভোজনের সঙ্গী ছিলেন চলচ্চিত্র সাংবাদিকরাও। এনই/এলএ

Advertisement