আন্তর্জাতিক

ইমরান খানের স্ত্রীর বান্ধবী ফারাহ খানের এত গাড়ি!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংকট। এর মাঝে আলোচনায় উঠে এসেছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের নাম। তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ফারাহ খানের অর্থ-সম্পত্তি নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

Advertisement

পাকিস্তানের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ফারাহ খান ও তার স্বামীর নামে ১৯টি গাড়ি রয়েছে। এর মধ্যে আছে দুটি বিলাসবহুল পোরশে। দুই পোরশেসহ ফারাহ খানের নামেই নিবন্ধন আছে ১২টির। এ ছাড়া বাকি ৭টি গাড়ির নিবন্ধন রয়েছে ফারাহর স্বামী আহসান জামিল গুজজারের নামে।

২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন। বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। মজার ব্যাপার হচ্ছে, ইমরান খান ও বুশরা বিবির বিয়ে হয় ফারাহ খানের বাড়িতেই। ফারাহ খানের নামে নিবন্ধিত ওই বাড়িটির দামও কম নয়।

ইমরান খানের ক্ষমতায় থাকা না থাকার দোলাচলে জোরালো হচ্ছে ফারহা খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ইমরানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব পেশ করার দিনেই নাকি ফারহা দেশ ছেড়ে দুবাই পালিয়েছেন বলে দাবি করছে বিরোধীরা। এমনকি, তার স্বামীও নাকি আগেই যুক্তরাষ্ট্রের পথে পাড়ি দিয়েছেন।

Advertisement

সূত্র: জিও নিউজ

এসএনআর/এমএস