অর্থনীতি

বাণিজ্য মেলায় হরেক রকম পণ্য নিয়ে আরএফএল

মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্লাস্টিকের তৈরি গৃহস্থলীর পণ্য নিয়ে বড় পরিসরে মেলায় অংশ নিয়েছে দেশের অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল। আকর্ষণীয় রং ও নকশার সঙ্গে দামও হাতের নাগালে থাকায় বাণিজ্য মেলায় আরএফএল প্লাস্টিক প্যাভিলিয়নে সবসময় দেখা গেছে ক্রেতা-দশনার্থীদের উপচেপড়া ভিড়। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি বিশেষ ছাড়ের পাশাপাশি দিয়েছে ব্যাংকক ভ্রমণসহ নিশ্চিত উপহার। মেলায় আরএফএলের প্যাভিলিয়নে দায়িত্বরত আরএফএলের ডিপিএল অপারেশনাল অ্যান্ড প্লানিং ম্যানেজার আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, দেশের প্লাস্টিক পণ্যের বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আরএফএল। মেলার প্রিমিয়ার প্যাভিলিয়ন নং ১৬ সবচেয়ে বড় আরএফএলের প্লাস্টিক প্যাভিলিয়ন। ক্রেতা-দশনার্থীর সংখ্যাও অন্যান্যদের তুলনায় বেশি। মেলা উপলক্ষে সব ধরনের পণ্যে ১০ শতাংশ নগদ ছাড় দেয়া হচ্ছে। মেলায় প্লাস্টিকের তৈরি প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট, সোফা, ওয়ার্ডরোব, চেয়ার, পানির বোতল, হরেক রকমের পণ্যসহ ১২শ’ এরও বেশি প্লাস্টিকের তৈরি গৃহস্থালীর পণ্য পাওয়া যাচ্ছে এই প্যাভিলিয়নে।  মেলা উপলক্ষে আরএফএলের এই প্যাভিলিয়নে আরো আছে পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ড্রিংকইট’। পানি বিশুদ্ধ করার এই যন্ত্র কেনার জন্য ক্রেতাদের দেয়া হচ্ছে লটারির কুপন। রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রয়েছে ‘হ্যাপি আওয়ার’। এ সময়ের ৩০০ টাকার পণ্য কিনলে একটি টিফিন বক্স বা পানির বোতল, ৬০০ টাকার পণ্যে ২০০ টাকার একটি বালতি ক্রেতাদের উপহার দেয়া হচ্ছে। এছাড়াও ৬০০ টাকার পণ্য কিনে ক্রেতারা পাচ্ছে ব্যাংকক ভ্রমণের যাওয়ার লটারির কুপন।মেলায় আরএফএল প্লাস্টিকের তৈরি সোফা সেটের সাথে নিশ্চিত উপহার হিসেবে ক্রেতারা পাচ্ছেন স্যান্ডউইচ মেকার অথবা আয়রন মেশিন। মেলায় মিরপুর থেকে আসা এক গৃহিণী আসমা আক্তার জাগো নিউজকে বলেন, আমাদের নতুন সংসার। গৃহস্থলীর পণ্য কিনবো। আরএফএলের পণ্য অন্যান্যদের তুলনায় ভালো। দেখতেও সুন্দর। মেলা সব ধরনের পণ্য এক সঙ্গে পাওয়া যায় ছাড়ও রয়েছে তাই এসেছি। বাটি, ট্রে, বালতি ও স্যুপ সেট কিনেছি। পছন্দ হলে আরো কিছু কিনবো।উল্লেখ্য, ১ জানুয়ারি শুক্রবার মাসব্যাপি ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি, ফরেন প্যাভিলিয়ন ৩৮টি অন্যতম। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি,  জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুড স্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।এসআই/এসএইচএস/পিআর

Advertisement