জোকস

আজকের কৌতুক: পত্রিকায় কৃপণের বিজ্ঞাপন

পত্রিকায় কৃপণের বিজ্ঞাপনএক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে—কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?কর্মকর্তা: ১০০ টাকা।কৃপণ: ওহ! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।

Advertisement

****

ভুত-ভবিষ্যৎএক বন্ধু তার অন্য বন্ধুকে বলছে—১ম বন্ধু: কী রে, প্রকাশকের সঙ্গে এতক্ষণ কী ফিসফাস করলি?২য় বন্ধু: এই তো, আমার নতুন বইটার ভুত-ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ-আলোচনা করলাম।১ম বন্ধু: তা তিনি কী বললেন?২য় বন্ধু: বললেন, আমার বইয়ের ভুত আছে তিনি নিশ্চিত, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান।

****

Advertisement

ভুলে যাওয়ার উদাহরণউকিল: আপনি বলতে চাইছেন, আপনার ভুলে যাওয়া রোগ আছে?বিবাদী: জি।উকিল: এমন কিছুর উদাহরণ দিতে পারেন, যা আপনি ভুলে গেছেন!

কেএসকে/এএসএম