রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী টাইফয়েড আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি মারা যান। মেধাবী এ শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল মামুন (১৫)। তিনি রামু মন্ডলপাড়ার আজিজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মামুন সম্প্রতি টাইফয়েড রোগে আক্রান্ত হন। চিকিৎসা সেবা চললেও তার শারীরিক অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে তাকে সম্প্রতি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মামুন পৃথিবীর মায়া ত্যাগ করেন।শুক্রবার রাতে রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মামুনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা বখতেয়ার আহমদ ও মামুনের মামা রামু উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল বক্তব্য রাখেন।মামুনের অকাল মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানিয়েছেন, আবদুল্লাহ আলম মামুন ছাত্র হিসেবে যেমন মেধাবী ছিল তেমনি নম্র, ভদ্র, শান্ত স্বভাবের ছিল। বাণিজ্য বিভাগের ছাত্র মামুন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি প্রকাশিত এসএসসি টেস্ট পরীক্ষায় সে ১৫ নম্বরে উত্তীর্ণ হয়েছে। তার মতো মেধাবী শিক্ষার্থী হারিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন শোকাহত। তিনি আরও জানান, মামুনের আত্মার মাগফেরাত কামনা করে শনিবার দুপুরে বিদ্যালয়ে দোয়া-মোনাজতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সায়ীদ আলমগীর/এসএস/এমএস
Advertisement