জাতীয়

বিশ্ব ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য রাখা ও বিক্রয়ের অভিযোগে ইজতেমা ময়দানের আশপাশের এলাকার হোটেল রেস্তোরাঁগুলোতে শনিবার দুপুর পর্যন্ত (গত দুই দিন) ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমা এলাকার হোটেল-রেস্তোরাঁগুলোতে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য রাখা ও বিক্রয়ের অভিযোগে শুক্রবার ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪ হাজার টাকা এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত ২১টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশ এলাকার দুই শিফটে মোট ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। গাজীপুরের ১৪জনসহ বিভিন্ন জেলার মোট ২৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওইসব আদালত পরিচালনা করছেন।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস

Advertisement