দেশজুড়ে

একসঙ্গে মেডিকেলে চান্স পেলেন যমজ দুই ভাই

মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামের সফল যমজ দুই ভাই। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দুই যমজ ভাই হলেন-মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।

তাদের বাবা আব্দুল কাইয়ুম একজন সরকারি চাকরিজীবী। তিনি সিলেটের বিশ্বনাথ হেলথ কমপ্লেক্সে হেলথ অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত। মা জোসনা বেগম একজন গৃহিণী। তাদের বড় বোন নুসরাত জাহান সিলেট উইমেনস মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

Advertisement

যমজ দুই ভাই সিলেট ব্লু বার্ড স্কুল থেকে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২১ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তারা।

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ হাসান জাগো নিউজকে বলেন, ‘পড়াশোনার বিষয়ে মা-বাবার কোনো চাপ ছিল না। দিনের পুরো সময় পড়াশোনায় কেটেছে।’

মোহাম্মদ হোসাইন বলেন, ভবিষ্যতে ভালো চিকিৎসকের পাশাপাশি ভালো মানুষ হতে চাই। এলাকার মানুষের সেবা করতে চাই।

তাদের সফলতায় আনন্দিত এলাকাবাসী। জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ জাগো নিউজকে বলেন, যমজ দুই ভাইয়ের সফলতা আমাদের অহংকার। আমরা আশাবাদী তারা এলাকার মানুষের সেবা করবে।

Advertisement

আব্দুল আজিজ/এসআর/জেআইএম