গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাবা চারজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
Advertisement
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ২৬ মার্চ বিকেলে ওই ছাত্রী নিজ বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম থেকে পাশের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী গ্রামের মামার বাড়ি যাচ্ছিলো। ওই স্কুলছাত্রী নির্দিষ্ট সময়ে মামার বাড়ি না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। ৩০ মার্চ গোপাল বাড়ৈর বাড়ি থেকে পালিয়ে পাশে খালা রেখা বালার বাড়িতে আশ্রয় নেয় ওই স্কুলছাত্রী।
মামলার এজহারে বলা হয়, ২৬ মার্চ মামা খোকন বাড়ৈর বাড়িতে যাওয়ার পথে পীড়ারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কোটালীপাড়া উপজেলার পলোটানা গ্রামের কালু বাড়ৈয়ের ছেলে গোপাল বাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে আটল বাড়ৈ (২২), রামানন্দ বৈদ্যের ছেলে তাপস বৈদ্য (৪০) ও মুশুরিয়া গ্রামের নারায়ণ বালার ছেলে বরুন বালা (২৩) জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যান। পরে গোপাল বাড়ৈয়ের বাড়িতে চারদিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
ওসি মো. জিল্লুর রহমান আরও জানান, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সব কিছু জানা যাবে।
Advertisement
মেহেদী হাসান/আরএইচ/জেআইএম