জাতীয়

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি এবং প্রথমবারের মতাে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমােহর প্রকাশ করেছে।

Advertisement

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে এ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় ডাক ও টেলি যােগাযােগ বিভাগের মন্ত্রী মােস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মাে. মােজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মাে. তােফাজ্জল হােসেন মিয়া, ডাক ও টেলিযােগাযােগ বিভাগের সচিব মাে. খলিলুর রহমান, মহাপরিচালক মাে. সিরাজ উদ্দিন এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মাে. ফসিউল্লাহ উপস্থিত ছিলেন।

১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে এ জনপদে স্কাউটিং শুরু হয়। পরবর্তীতে ‘ইস্টবেঙ্গল স্কাউট অ্যাসোসিয়েশন’ অংশ হিসেবে এবং মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের এপ্রিল মাসে ‘বাংলাদেশ বয় স্কাউট অ্যাসােসিয়েশন’ গঠন করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৮ থেকে ৯ এপ্রিল ঢাকায় জাতীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয়।

Advertisement

একই বছরের ৯ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশের জাতীয় এ স্কাউট সংগঠনকে স্বীকৃতি দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। ১৯৭২ সনের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে এবছর থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হচ্ছে।

দেশের শিশু, কিশাের ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২২ লাখ স্কাউট সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

এসইউজে/এমএএইচ/জিকেএস

Advertisement