দেশজুড়ে

পরিচ্ছন্ন নগরী গড়তেই চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে হিসেবে তুলতে শহরে কোন প্রকার বিলবোর্ড রাখা হবে না। নগরীতে বিলবোর্ড উচ্ছেদের দ্বিতীয় দিনে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন শনিবার এ মন্তব্য করেন। নগরীর চারটি পয়েন্টে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের বিলবোর্ড উচ্ছেদ অভিযানে ৪০টি ছোট বড় বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অভিযানে ১২টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়া বিলবোর্ড মালিকরা স্বেচ্ছায় ১০টি বিলবোর্ড অপসারণ করেছেন। শুক্রবার রাত ৯টা থেকে অভিযানে নগরীর আতুরার ডিপু, ২ নম্বর গেট, টাইগার পাস-দেওয়ানহাট ও বন্দর এলাকায় এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়।জীবন মুছা/এআরএস/এমএস

Advertisement