আন্তর্জাতিক

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এবারের ভোটে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ক্ষমতাসীন ক্যুমিনট্যাং (কেএমটি) পার্টির জনপ্রিয়তায় ধস নেমেছে। এবারের নির্বাচনে দেশটির অর্থনীতির বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। জীবনযাত্রার মান উন্নয়নে ব্যর্থতার জন্য জনগণ কেএমটি পার্টিকে দায়ী করছেন।ফলে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) সাই ইং ওয়েনের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সাই ইং নির্বাচিত হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।  নির্বাচনের আগে চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন সাই।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সারাদেশ থেকে নির্বাচনী ফলাফল আসতে শুরু করবে। এসআইএস/এমএস

Advertisement