লাইফস্টাইল

চোখের স্মোকি সাজ

চোখকে আমরা কত রঙেই না সাজাই। কখনো কাজল, কখনো আইলাইনার কিংবা শ্যাডোতে সাজিয়ে তুলি প্রিয় চোখযুগল। চোখের স্মোকি কাজ বেশ জনপ্রিয় সব বয়সী মেয়েদের মধ্যে। ঘরে বসেই অল্প সময়ে আপনার চোখকে সুন্দর করে তুলতে পারেন স্মোকি সাজ দিয়ে। চোখের কালো দাগ দূর করতে প্রথমে ত্বকের চেয়ে এক শেড হালকা কনসিলার চোখের চারপাশের এলাকায় লাগান। খেয়াল রাখবেন যেন নিখুঁতভাবে লাগানো হয়। এরপর একটি আই-পেন্সিল দিয়ে উপরে ও নিচে লাইন টানুন। আপনার চোখ যদি ছোট হয়ে থাকে তাহলে চোখের কোণার দিকের লাইন ছোট করে টানুন আর চোখ বড় হলে লাইন বড় করে টেনে দিন। আইশ্যাডো ব্রাশ দিয়ে কাজলের কোণগুলো মসৃণভাবে মিশিয়ে দিন। এবার একটি গাঢ়ো রঙের আইশ্যাডো ও স্পঞ্জের ব্রাশ নিন। চোখের কাজলের লাইন বরাবর লাগিয়ে স্পঞ্জ দিয়ে মিশিয়ে ফেলুন। হালকা রঙ বা ন্যাচারাল টোনের শেড দিয়ে খুব মসৃণভাবে পুরো অংশে মেশান। এবার হালকা কোনো রঙ দিয়ে হাইলাইট করুন চোখের উঁচু অংশগুলোতে। আরও বেশি আকর্ষণীয় করতে কালো মাসকারা দিয়ে আইল্যাশে ভাঁজ আনুন।এইচএন/এমএস

Advertisement