অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে পঞ্চম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শনিবার কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার পঞ্চম দিনের মতো ইবি শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, একাডেমিক সকল ক্লাস রুম রয়েছে তালাবদ্ধ। শিক্ষকদের মর্যাদা রক্ষার কর্মবিরতিতে তাদের উপস্থিতিই ছিল অনেক কম। কর্মকর্তা-কর্মচারীদেরও যেন চলছে অঘোষিত ছুটি। অধিকাংশ কর্মকর্তা, কর্মচারীর অফিস ফাঁকা দেখা গেছে। এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শিক্ষার্থীদের বহনকারী কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে আসা অধিকাংশ বাসই ছিল শিক্ষার্থী শুন্য। ফলে কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।এ ব্যাপারে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অলী উল্লাহ জাগো নিউজকে বলেন, বৈষম্যমূলক বেতন কাঠামো প্রত্যাখান ও পুননির্ধারণ না হওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি আমরা পরবর্তীতে পুষিয়ে দেয়ার চেষ্টা করবো। আশা করছি এ সাময়িক অচলাবস্থার খুব শীঘ্রই একটি সমাধান হবে।এমজেড/এমএস
Advertisement