ধর্ম

রোজা রেখে চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা যাবে?

রোজা রেখে চোখে ড্রপ, ওষুধ, সুরমা বা মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। যদিও এগুলোর স্বাদ গলায় উপলদ্ধি হয়। কারণ, চোখে ওষুধ ইত্যাদি দিলে রোজা না ভাঙার বিষয়টি হাদিস ও ফিকহশাস্ত্রের মূলনীতি দ্বারা প্রমাণিত। (জাদিদ ফিকহি মাসায়েল : ১/১৮৩)।

Advertisement

হাদিস শরিফে এসেছে—عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ اشْتَكَتْ عَيْنِي أَفَأَكْتَحِلُ وَأَنَا صَائِمٌ قَالَ ‏نَعَمْআনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত; তিনি বলেন, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ‘আমার চোখ ব্যথা করে। আমি রোজা থাকা অবস্থায় তাতে সুরমা লাগাতে পারি কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ (সুনানে তিরমিজি : ৭২৬)।

মুনশি/এসইউ/জিকেএস/জেআইএম

Advertisement