দক্ষিণী তারকা রামচরণ তার সর্বশেষ মুক্তি পাওয়া ‘আরআরআর’ ছবির সাফল্যে দারুণ খুশি হয়েছেন। আর সেই খুশি ভাগাভাগি করে নিতে এই ছবির কলাকুশলীদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
Advertisement
‘আরআরআর’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট মোট ৩৫ জনকে ১৮ লাখ টাকার স্বর্ণমুদ্রা দেওয়ার পাশাপাশি সবাইকে হায়দরাবাদের বাড়িতে তার সঙ্গে প্রাতঃরাশের আমন্ত্রণও জানিয়েছেন রামচরণ।
স্বর্ণমুদ্রাগুলোর এক পিঠে 'আরআরআর' লোগো আর অন্য পিঠে রয়েছে রামচরণের নাম। প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম বলে জানা গেছে।
রামচরণ জানান, এই ছবিতে দর্শকের এমন প্রতিক্রিয়ায় তিনি অবাক হয়েছেন। তেলুগু যুদ্ধের একটি ছবি এমন বিপুল সাফল্য পাবে তা আশা করেন নি দলের কেউই। তবে মানুষের ভালো লাগবে সেটা অনুমান করেছিলেন সবাই।
Advertisement
এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ এরই মধ্যে ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বক্স অফিস থেকে দ্বিগুণ টাকা তুলে নিয়েছে ৪৫০ কোটি বাজেটের ছবিটি।
এমপি/জিকেএস