নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলী খানমের বাল্যবিয়ে হয়েছে। শুক্রবার ইতনা ইউনিয়নের পারলংকারচর গ্রামে সোহেলীদের বাড়িতে তার বিয়ে সম্পন্ন হয়। সোহেলী পারলংকারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে। এলাকাবাসী জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর গ্রামের সাহাদত মোল্লার ছেলে স্বপন মোল্যা সঙ্গে সোহেলীর বিয়ে সম্পন্ন হয়েছে। ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার রুহুল এ বিয়ে পড়ান। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। এ বিষয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা জাগো নিউজকে বলেন, বাল্যবিয়ে বন্ধের বিষয়টি উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানিয়েছি। চেয়ারম্যান এ বিয়ে বন্ধ করেছেন বলে আমাকে জানিয়েছেন। এদিকে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে, সাংবাদিকরা সরেজমিন গিয়ে বিয়ে বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখেননি। অবশেষে গৃহবধূ হয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সোহেলীকে শ্বশুরবাড়ি যেতে হলো।হাফিজুল নিলু/এমজেড/এমএস
Advertisement