দেশজুড়ে

ফতুল্লায় সহোদর ভাইকে গুলি : দুইজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যবসায়ী সহোদর ভাইকে গুলি করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা। পরে এলাকার লোকজন ধাওয়া করে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সহোদররা হলেন- পঞ্চবটি গুলশান রোডের আনোয়ার প্রধানের ছেলে মিলন প্রধান (৪০) ও হান্নান প্রধান (৩৮)। পঞ্চবটি মোড়ে তাদের একটি ফার্নিচারের দোকান রয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় দুইজন ফার্নিচারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে গুলশান রোডের হরিতলা হাউজিং এলাকায় নিজ বাড়ির অদূরে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ওই সময়ে দুইজনের সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময়ে ডাকাত সদস্যদের সঙ্গে দুই সহোদর ভাইয়ের প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছিনতাইকারীরা দুই সহোদর ভাইকে গুলি করে পালানোর সময়ে এলাকার লোকজন ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটকে গণধোলাই দেয়। গুলিবিদ্ধ সহোদরকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় পরে পাঠানো হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আবদুল মান্নান জানান, দুইজনের বুকে গুলি লেগেছে। অন্যদিকে গণপিটুনির শিকার দুইজনকেও ৩০০ শয্যা হাসপাতালে আনা হয়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।  ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, দুই ছিনতাইকারীর কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি খেলনা পিস্তল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, গুলিবিদ্ধ দুইজন ও গণপিটুনির শিকার দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।শাহাদাত হোসেন/জেডএইচ

Advertisement