বরিশালে প্রথমবারের মত ৮ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে উৎসবের উদ্বোধন করেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নাট্য উৎসব উপলক্ষে বিকালে শব্দাবলী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠিত ‘শব্দাবলী স্টুডিও থিয়েটার’র ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। উৎসবে বাংলাদেশ ও ভারতের ১১টি দল ১৪টি নাটক মঞ্চস্থ করবে। ‘নিয়মিত নাট্যচর্চার রুপালী কথন; পেশাদারিত্বের খোঁজে পঁচিশ বছর’ স্লোগান তুলে ধরে এ আন্তর্জাতিক নাট্যোৎসব। এ উৎসব শেষ হবে ২২ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালুকদার মো. ইউনুস এমপি এবং বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ বছর উদযাপন পরিষদের চেয়ারম্যান সাহান আরা বেগম। ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ দুলাল বলেন, উৎসবে ভারতের দুটি নাট্য সংগঠনের ৩টি নাটক এবং ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের ৮টি নাটক পরিবেশিত হবে। থাকবে স্থানীয় ৩টি দলের নাটক। সবমিলিয়ে ১৪টি নাটক প্রদর্শিত হবে উৎসবে। এছাড়া প্রতিদিন থাকবে নাট্য বিষয়ক বৈঠক আর সেমিনার। উৎসবে দুটি সেমিনারে নাট্যজন মামুনুর রশীদ ‘প্রতিক‚লতার বিরুদ্ধে বেঁচে থাকা’ এবং অভিজিৎ সেনগুপ্তের ‘আমাদের নাট্যচর্চা, দর্পণে ফিরে দেখা, শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশির একাধিক নাট্য গবেষক ও নির্দেশক। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, পশ্চিমবঙ্গের প্রবীর গুহ, বিহারের প্রভিন কুমার গুঞ্জন, নাট্য সমালোচক ও গবেষক ড. আশীষ গোস্বামী । ভারতের দুটি নাট্যদল দ্য আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি ও অল্টারনেটিভ লিভিং থিয়েটার, বাংলাদেশের লোকনাট্য দল, প্রাচ্যনাট, জেন্টেলম্যান প্যান্টোমাইম, বাঙলা থিয়েটার, শব্দনাট্য চর্চা কেন্দ্র, নাট্যধারা, বিবর্তন (যশোর), শব্দাবলী গ্রুপ থিয়েটার (বরিশাল) ও পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার (বরিশাল) উৎসবে যোগ দেবে। শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চ এবং অশ্বিনী কুমার হল মঞ্চে ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দর্শনীর মাধ্যমে দর্শকরা নাটক উপভোগ করতে পারবেন। সাইফ আমীন/জেডএইচ
Advertisement