বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগুনে দগ্ধ হয়ে হাবিবা (৪৫) নামে এক নারী ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ইজতেমার ময়দানে রান্না করার সময় আগুনে দগ্ধ হন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে হাবিবাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে কয়েকজন। ওই সময় তারা পুলিশকে জানায়, হাবিবা ইজতেমার ময়দানে রান্নার করার সময় আগুনে দগ্ধ হন। তিনি আরো জানান, হাবিবার শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে। নাম ছাড়া ওই নারীর আর কোনো পরিচয় দিতে পারেননি। জেইউ/জেডএইচ
Advertisement