সাহিত্য

খান মুহাম্মদ রুমেলের একগুচ্ছ কবিতা

আয়না

Advertisement

বহু বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে মনে পড়ে যাবে—কমলা রং বিকেলের কথা!ওই যে,সবটুকু আলো নিয়ে চলে যাচ্ছিল সূর্যটা!সিঁদুরের কৌটায় তুমি খুঁজেছিলে কার মুখ?আমি তো তখন বন্দি হয়ে গিয়েছিলাম—একটি না বলা কথার মাঝে।তারপর,অনিবার্য পতন হয়ে নেমে এসেছিলাম—ঠোঁটে গালে চোখে!

বহু বছর পর আয়নার সামনে দাঁড়িয়েখুঁজো আমায় কোচকানো ভ্রুর ফাঁকে।মনে পড়ে যাবে অলস দিনগুলো সবঝিমধরা দুপুরের মতো!

****

Advertisement

বিমোহিত

কেউ না জানুক, গল্পগুলো লেখা থাকতবু পালকের জলে, থাকুকপরিহাসগুলোও—ফুটবো একদিন গন্ধরাজ হয়ে ঠিকই!উপেক্ষার জবাব নয়—ছড়াবো শুধু মোহিত সৌরভ।

পাললিক উর্বরতায় ফলাবো ফসলসাধ নেই মহীরুহের—রয়ে যাবে শ্রমের আঁচড়!

বেঁচে তো আছি—এই বড় খবরআপনি বরং ফসিল—ডাইনোসর জীবন!

Advertisement

****

মৃতদের আকাশ

মৃতদের কোনো আকাশ থাকে নাথাকতে নেই!তবুও কিছু লাশ স্বপ্ন দেখেমুক্ত পাখির ডানা ঝাপটানোর আওয়াজ—পৌঁছে যায় তাদের কানের কুহরে।সাদা মেঘের ভেলা ভাসে—ভেসে যায়তাদের চোখের মনিতে মনিতে!আড়মোড়া ভেঙে জেগে উঠতে চায়আদতে তারা মৃত—মৃত্যুই নিয়তি!

তারপর রাত নেমে এলে—দেখা হয় নক্ষত্রদের নিয়ম মেনেজেনে নেয় কি কুশল একে অপরের!মৃতদের কোনো আকাশ নেইতবুও তাদের স্বপ্ন থাকে।

কী আশ্চর্য রকম বৈপরীত্য!

****

বাঁশ বিষয়ক আলাপ

প্রথমে,বাঁশটাকে মানুষ তৈলাক্ত বানায়তারপর,বানরের ওঠানামার গল্প বানায়!

এটাই হলো সারভাইভাল অব দ্য ফিটেস্ট

বাকি আলাপ,স্রোতের বিপরীতে কারো শিরদাঁড়া টানটান!

এসইউ/জেআইএম