খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশকে সেমিতে নিল শ্রীলংকা

শ্রীলংকার বিদায় হয়েছিল আগেই। প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। মালয়েশিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচটি ছিল শুধুই মর্যাদার। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মর্যাদার ম্যাচটিতে জিতল লংকানরা। আচমকা লংকাদের জয়ে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। শ্রীলংকার কারণে, তাদের তো বিদায় নিশ্চিতই ছিল, সঙ্গে বিদায় ঘটলো মালয়েশিয়ারই। উল্টো, মাঠে নামার আগেই কোন হিসাব-নিকাশছাড়া সেমি নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ আর নেপাল। ফলে, দিনের দ্বিতীয় ম্যাচটি পরিণত হলো শুধুই আনুষ্ঠানিকতায়। মালয়েশিয়ার দলটি জিতলে একটা সুযোগ থাকতো তাদের সেমিফাইনালে ওঠার; কিন্তু গুরুত্বপুর্ন ম্যাচে হেরে বিদায় নেয় গত আসরের চ্যাম্পিয়নরা। জয়ের লক্ষ্যে মাঠে নেমে মালয়েশিয়া একাদশ ২-১ গোলে হেরে যায় লংকানদের কাছে।নিজেদের প্রথম ম্যাচে যে দল বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরে বাজে সূচনা করেছিল, দ্বিতীয় ম্যাচে নেপালের কাছেও ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, সেই দুর্বল লংকানবাহিনীই গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বান্তনার জয় কুড়িয়ে হতাশায় ডুবিয়েছে মালয়েশিয়া একাদশকে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লঙ্কানরা। সফলতা আসে ১৯ মিনিটেই। ফরোয়ার্ড মোহাম্মদ সাহিলের থ্রোতে মিডফিল্ডার সানজেওয়ার কাটবেক বক্সে পেয়ে শটে গোল করেন ফরোয়ার্ড বান্দ্রা (১-০)। গোলরক্ষক ফারিজান এ সময় ছিলেন অসহায়। ৩৭ মিনিটে সমতায় ফেরার একটা সুযোগ এসেছিলো মালয়েশিয়ার। কিন্তু মিডফিল্ডার দেভাসের উড়ন্ত ক্রস পোস্টের ওপর দিয়ে চলে যায় বাইরে। প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রি কিক পায় মালয়েশিয়া। আহমেদ সিয়ামিমের ফ্রি কিক বক্সে হেড করে বিপদমুক্ত করেন লংকান এক ডিফেন্ডার। ইনজুরি টাইমে আরও দুটি গোল করার সুযোগ সৃষ্টি করে তারা। কিন্তু কোনটাই কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও আগের মতোই এ্যাটাকিং স্টাইলে খেলতে থাকে লংকান শিবির। সুযোগ কাজে লাগিয়ে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডান প্রান্ত থেকে মিডফিল্ডার চামিরার বাড়িয়ে দেয়া বলে চমৎকার এক শটে বল জালে পাঠান সানজিওয়া (২-০)। তবে গোল করেও শান্তি পাননি তিনি। কারণ উদযাপন করতে গিয়ে জার্সি খুল ফেলায় ভিয়েতনামের রেফারি তাকে হলুদ কার্ড দেখান। ৬৭ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় মালয়েশিয়া। কিন্তু তাদের বদলি মিডফিল্ডার মোহাম্মদ হাদিন বল নিয়ে বক্সে ঢুকে শট নিলেও সেটা গোলে রূপ নিতে পারেনি। ৭৩ মিনিটে বক্সের কাছেই ফ্রি কিক পায় মালয়েশিয়া। আবদুল শুকুরের ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ফিস্ট করে দলকে বাঁচান লঙ্কান গোলরক্ষক রাওয়ারন। ৮২ মিনিটে ব্যবধান কমিয়ে আশার আলো জ্বালায় মালয়েশিয়া। ডিফেন্ডার নূর ফজলে আলিয়াসের হেডে তেমন একটা গতি ছিল না। কিন্তু সেই ধীরগতির বলটাই কি না ঝাঁপিয়ে পড়ে আয়ত্বে নিতে পারলেন না লঙ্কান গোলরক্ষক রাওয়ান। তার হাত ফস্কে ধীরে ধীরে বল আশ্রয় নেয় জালে। (১-২)। বাকি সময়টায় আপ্রাণ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি মালয়েশিয়া।আইএইচএস/এমএস

Advertisement