খেলাধুলা

স্বস্তির জয় তবুও অতৃপ্তি!

স্বপ্নের মত ২০১৫ সাল কাটিয়েছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্নে কিছুটা দুঃস্বপ্ন বয়ে এনেছিলেন এই জিম্বাবুয়েই। কেননা তাদের কাছে টি-টোয়েন্টিতে হেরেই বছর শেষ করেছিল বাংলাদেশ। বছরের চাকা ঘুরে সেই জিম্বাবুয়েকে হারিয়েই নতুন শুরু করলো বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফিও জানালেন ম্যাচ জয়ের স্বস্তির কথা। তবে ব্যাটিংয়ে সবাই আপ টু দা মার্ক ছিলেন না বলেও অস্বস্তির কথা জানান তিনি।শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে এটা আমাদের অন্যতম বড় রান তাড়া করে জয়। তাই জয়টা স্বস্তির। উইকেট ভালো ছিল; কিন্তু ১৬৫ রান তাড়া সহজ ছিল না। আশা করি এটা ধরে রাখতে পারব।’তবে ব্যাটিং নিয়ে তিনি যোগ করে বলেন, ‘এটা ঠিক, আমরা আপ টু দা মার্ক ছিলাম না। ব্যাটিংয়ে প্রথমে ওই রান আউট, পরে মাঝে মুশফিক ও সাব্বির যদি না আউট হত, তাহলে ১৭-১৮ ওভারেই খেলা শেষ হয়ে যেত। তবুও শেষের দিকে আমরা আতঙ্কিত হইনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে দেখা গেছে আমরা আতঙ্কিত হয়ে আউট হয়েছি।’আগের ম্যাচগুলোতে শেষ দিকে তাড়াহুড়া করতে গিয়ে অনেক ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে রিলাক্স থেকে ব্যাটিং করায় খুশি অধিনায়ক। তবে বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘বোলিংয়ে শুরুর দিকে আরও ভালো করতে হবে। বড় চ্যালেঞ্জে গেলে তো ভালো করতে হবেই। উইকেটও ভালো ছিল। এই ধরণের উইকেটে খেলা আমাদের জন্য ভালো। সবমিলিয়ে পারফরমেন্সে কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করি এখান থেকে ওভারকাম করতে পারব। যেহেতু বড় রান তাড়া করলাম আজকে, এই আত্মবিশ্বাস থাকবে।’আরটি/আইএইচএস/এমএস

Advertisement