জাতীয়

রাব্বী ও ডিসিসি কর্মকর্তাকে নির্যাতন : পুলিশের তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যে কমিটি গঠন করেছে পুলিশ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম।তিনি জানান, অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর রশিদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত করতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে।উল্লেখ্য, গত ৯ জানুয়ারি (শনিবার) রাতে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে আটক করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে মারধর ও হয়রানি করে। পরদিন মোহাম্মদ থানা গোলাম রাব্বী ওই ঘটনার সঙ্গে জড়িত এসআই মাসুদ রানাসহ তিন পুলিশ সদস্য বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়।অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সুপারভাইজার বিকাশ চন্দ্র দাস (৪০)-কে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠেছে। শুক্রবার সকালে যাত্রাবাড়ি থানা পুলিশের এক সদস্য তাকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেইউ/আরএস

Advertisement