লাইফস্টাইল

গরমে যে রঙের ছাতা সবচেয়ে বেশি উপকারী

গরমে ঘর থেকে বের হতেই ছাতা ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি চামড়ায় লাগলে ত্বকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এছাড়া দেখা দিতে পারে আরও নানা অসুখ।

Advertisement

এর পাশাপাশি অত্যধিক রোদ লাগলে হিটস্ট্রোকসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে বাইরে বের হলেই সঙ্গে ছাতা রাখুন। তবে কোন রঙের ছাতা বেশি উপকারী এ সময়?

বিশেষজ্ঞদের মতে, কালো রঙের ছাতা সবচেয়ে বেশি সূর্যের রশ্মি শুষে নিতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করতে তাই ব্যবহার করুন কালো রঙের ছাতা। যদি কালো রঙের ছাতা না পান তাহলে নীল কিংবা বাদামি রঙের ছাতাও কিনতে পারেন।

তবে গরমে বাইরে বের হওয়ার সময় সাদা রঙের ছাতা কিংবা হালকা রঙের ছাতা ব্যবহার করা একেবারেই সঠিক নয়। বরং কালো রঙের ছাতা ব্যবহারেই বেশি স্বস্তি পাবেন গরমে।

Advertisement

জেএমএস/জেআইএম