বসুন্ধরা কিংস ও আবাহনীর ড্রয়ের দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।
Advertisement
রোববার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। জয়ী দলের গোলদাতা এমফন উদোহ, আসরোর গফুরভ এবং সাজ্জাদ হোসেন শাকিল।
১২ মিনিটে এমফন উদোহ গোল করে এগিয়ে দিয়েছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুন করেন আসরোর গফুরভ। উদোহর পাস শেতে ৬৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন সাজ্জাদ হোসেন শাকিল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রকে।
Advertisement
২৭ মিনিটে থ্যাঙ্কগডের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের শেষ মিনিটে তরিকুল ইসলামের পাস থেকে সোমা ওতানি গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। ৬৬ মিনিটে সোহেল রানার গোলে জয় নিশ্চিত হয় বন্দরনগরীর দলটি।
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিং ১৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
আরআই/এসএএস/এএসএম
Advertisement