জাতীয়

প্রাণ আপ’র বোতলের লেবেল জমা দিলেই অর্থ যাবে পথশিশুদের ইফতারে

পবিত্র মাহে রমজানে পথশিশু ও অসহায় পরিবারের মাঝে ইফতার পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। রোজার প্রথম দিন থেকেই প্রাণ আপ-এর বোতলের লেবেল জমা দিলে তার বিপরীতে পথশিশুদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখবে ব্র্যান্ডটি।

Advertisement

রোববার (৩ এপ্রিল) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ‘প্রাণ খোলা হাসি’ নামের কর্মসূচির মাধ্যমে এ সমাজসেবা কার্যক্রম পরিচালনা করবে ‘প্রাণ আপ’।

কর্মসূচির আওতায় ২৫ লাখ টাকা পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে ব্র্যান্ডটি। এ অর্থ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের পথশিশু ও তাদের পরিবারের মাঝে ইফতার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। লেভেলগুলো রিটেইল চেইনশপ বেস্ট বাই, ডেইলি শপিং, টেস্টি ট্রিট ও মিঠাই-এর আউটলেটে প্রাণ আপ-এর রাখা বাক্সে রাখতে হবে।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা জানান, পবিত্র মাহে রমজানে ইফতার আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। কেননা, সারাদিন রোজা রাখার পর ইফতার আমাদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে। আমরা পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে ইফতার নিয়ে আনন্দ ভাগাভাগি করি। নানা কারণে অনেকেই রোজা রাখতে না পারলেও ইফতারে অংশ নিই। কিন্তু আমাদের সমাজে প্রচুর অসহায় ও দরিদ্র মানুষ রয়েছেন, যাদের ভালো একটু ইফতার করার সামর্থ্য নেই। এর একটি বড় অংশ পথশিশু ও তাদের পরিবার।

Advertisement

তিনি আরও বলেন, ‘প্রাণ’ বছরজুড়েই ব্যবসা পরিচালনার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এবারের রমজানে আমাদের বেভারেজ ব্র্যান্ড প্রাণ আপ-এর পক্ষ থেকে পথশিশু ও তাদের পরিবারের সঙ্গে ইফতার ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছি।

প্রাণ বেভারেজ লিমিটেড-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান, এ কর্মসূচি সফল করতে আমরা ভোক্তাদেরও যুক্ত করেছি। দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ বেস্ট বাই, ডেইলি শপিং, টেস্টি ট্রিট ও মিঠাই-এর আউটলেটে প্রাণ আপ-এর পক্ষ থেকে একটি বক্স সরবরাহ করেছি। ভোক্তারা সেখানে প্রাণ আপ-এর লেবেল জমা দিলে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা ইফতারের জন্য বরাদ্দ রাখবো। বরাদ্দ অর্থ থেকে পুরো রমজানে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরের বিভিন্ন পয়েন্টে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করবো। প্রথম রোজা থেকেই আমাদের ইফতার বিতরণ শুরু হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাণ বেভারেজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাসিব কামাল এবং প্রাণ আপ-এর ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন প্রমুখ।

এএএম/এমকেআর/জেআইএম

Advertisement